School Of Bioinformatics
আমরা কি কখনো ভেবে দেখেছি ঠিক কি কারণে আমরা ঠিক আমাদের মতোই দেখতে? কারো চুল কালো,কারো সাদা? কেউ লম্বা আবার কেউ খাটো? কেনো আমরা দেখতে আমদের বাবা মায়ের মত? অনেক সময় দাদা-দাদি বা নানা-নানির মতোও?
সহজে বললে, আমাদের শরীরের প্রতিটি ছোট্ট কোষের ভেতরে আছে এক ধরনের অদৃশ্য লাইব্রেরি, যা আমাদেরকে নিজের মত রূপ দেয়। এটাকে বলা হয় ডিএনএ, আর এই ডিএনএ নিয়ে পড়াশোনা করার বিষয় হলো জেনোমিক্স। কিন্তু এইটা কি শুধু জীববিজ্ঞান? বর্তমানে সময়ের সাথে সাথে বিভিন্ন কম্পিউটার ল্যাংগুয়েজ (যেমন-পাইথন) সম্পৃক্ত হয়ে গিয়েছে জেনোমিক্স এর সাথে।
মানবদেহ এক বিশাল তথ্য এর সমাহার। তোমার শরীরের সব ডিএনএ যদি টেনে লম্বা করা হয়, তাহলে সেটা চাঁদ পর্যন্ত ৬,০০০ বার যেতে পারবে! ভাবা যায়? ডিএনএ এর মাধ্যমে এই তথ্য লিপিবদ্ধ থাকে আমাদের জিনে। এই বিশাল তথ্যকে নিয়ে কাজ করার জন্য প্রযুক্তির ব্যবহার করে এক নতুন বিজ্ঞান শাখার উদ্ভব হয়েছে যার নাম বায়ো ইনফরমেটিক্স। তুমি কি জানো, বায়োইনফরমেটিক্স হলো এমন এক মজার বিষয় যেখানে জীববিজ্ঞান আর কম্পিউটার বিজ্ঞান হাত মিলিয়ে কাজ করে? চল, আজ আমরা এই মজার দুনিয়াটা ঘুরে দেখি!
ক্যাম্পের স্থান :
১২ তলা, গ্রিন সিটি সেন্টার, ৭৫৮, সাত মসজিদ রোড ( আবাহনী মাঠের বিপরীতে), ধানমন্ডি, ঢাকা।
বায়োইনফরমেটিক্স কী?
বায়োইনফরমেটিক্স হলো এমন একটা বিজ্ঞান যেখানে কম্পিউটারের সাহায্যে জীবনের রহস্য উন্মোচন করা হয়। এখানে বিজ্ঞানীরা ডিএনএ, জিন এবং প্রোটিনের মতো জটিল জিনিসগুলোকে বুঝতে কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেন।
তাহলে তুমি কবে থেকে বায়োইনফরমেটিক্সের গোয়েন্দা হতে চাও? তোমার কম্পিউটার আর কৌতূহল নিয়ে শুরু করে দাও এখনই!
আমরা আয়োজন করতে যাচ্ছি, ”School of Bioinformatics”। যেখানে এরকম অসংখ্য প্রশ্নের উত্তর খুঁজবো আমরা গবেষকদের সাথে, তৈরি করবো আরও অনেক প্রশ্ন।
কারা অংশ নিতে পারবে?
জুনিয়র ক্যাটাগরি : ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থী
সিনিয়র ক্যাটাগরি : ৯ম থেকে ১১শ শ্রেণির শিক্ষার্থী
ক্যাম্পের আলোচ্য বিষয়বস্তু
জুনিয়র ক্যাটাগরি:
- ডিএনএ ও জিন কী?
- ডিএনএর গঠন ও উপাদান
- কীভাবে ডিএনএর মধ্যে থাকা তথ্য পড়া হয়
- জেনেটিক রোগ ও বায়োইনফরমেটিক্স টুলের ব্যবহার
- ডিএনএ তথ্যের ব্যবহার
সিনিয়র ক্যাটাগরি
- ডিএনএ ও জিন কি
- ডিএনএ কীভাবে আমাদের তৈরি করে
- কিভাবে বিজ্ঞানীরা সিকোয়েন্সিং ব্যবহার করে ডিএনএ পড়ে
- সিকোয়েন্স অ্যালাইনমেন্টের জন্য ডায়নামিক প্রোগ্রামিং অ্যালগরিদম
- জেনেটিক বৈশিষ্ট্য এবং ব্যক্তিগত ঔষধ
যারা যারা সেশন নিচ্ছেন:
সাবরিনা মরিয়ম ইলিয়াস
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর , ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্স, ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
মোহাম্মদ সায়েম
লেকচারার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মো: নাফিস উল আলম
পিএইচডি (চলমান), ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা
তমালিকা আজিম
পিএইচডি গবেষক, প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাব, ঢাকা বিশববিদ্যালয়
মো: জুবায়ের হোসেন
প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, কাইরাল বাংলাদেশ
তানভিরুন্নিসা হাফসা
গবেষক, প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাব, ঢাকা বিশববিদ্যালয়
নিশাত তামান্না
গবেষক, প্ল্যান্ট বায়োটেকনোলজি ল্যাব, ঢাকা বিশববিদ্যালয়
মো: রাইয়ান হোসেন
অ্যাডমিন, সেন্টার ফর বায়োইনফরমেটিক্স লার্নিং অ্যাডভান্সমেন্ট এন্ড সিস্টেমেটিক ট্রেনিং (CBLAST)
ক্যাম্পের মেয়াদ: ৭টি ক্লাস
ক্যাম্পের সময় – ১৩ ডিসেম্বর – ২৮ ডিসেম্বর ২০২৪
ক্যাম্প শেষে নিজের পছন্দ অনুযায়ী প্রজেক্ট তৈরি করার সুযোগ
সময়
জুনিয়র: সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা (২.৩০ ঘন্টা)
সিনিয়র: দুপুর ২টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা (৩.৩০ ঘন্টা)
যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে
স্কুল অব বায়োইনফরমেটিক্সের ক্যাম্পে অংশ নিতে হলে প্রথমে নিচের লিংকে যেয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্দিষ্ট। তাই আগে আসলে আগে পাবে ভিত্তিতে রেজিস্ট্রেশন শেষ করা হবে।
রেজিস্ট্রেশন লিংক :
জুনিয়র ক্যাটাগরি : https://forms.gle/BFJ3sThSwik5e8Zk6
সিনিয়র ক্যাটাগরি : https://forms.gle/qKvJg8ED3HhEfDv58
রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের মাঝে প্রতিটি ক্যাটাগরিতে বাছাইকৃত ২৫ জন শিক্ষার্থী পাবে ক্যাম্পে অংশগ্রহনের সুযোগ। প্রাথমিকভাবে বাছাইকৃতদের অফেরতযোগ্য নিশ্চিতকরণ ফি ৩০০/- (তিনশত) টাকা প্রদান করে তার আসন নিশ্চিত করতে হবে। ৭ দিনের ক্যাম্প শেষে শিক্ষার্থীরা নিজেরা প্রজেক্ট তৈরি করবে এবং সমাপনীতে (২১ জানুয়ারি ২০২৫) উপস্থাপন করবে।
তাহলে আর দেরি কেন? এখনই রেজিস্ট্রেশন করো, আর এক ধাপ এগিয়ে যাও বায়োইনফরমেটিক্সের গোয়েন্দা হতে!