C প্রোগ্রামিং এর হাতেখড়ি

প্রোগ্রামিং এর রোমাঞ্চকর জগতটা অনেক সময়েই কেমন জানি গোলকধাঁধার মত। এই গোলকধাঁধার থেকে কিভাবে বের হতে হবে সেটাই আমরা দেখব এই কোর্সটির মাধ্যমে।১০ থেকে ১৮ বছরের শিক্ষার্থী যারা প্রোগামিং এ একবারেই নতুন কিন্তু প্রোগ্রামিং শেখার আগ্রহ আছে। সি প্রোগামিং শুরু করেছ কিন্তু আলসেমির কারণে বা সময়ের অভাবে আর শেষ করা হয়নি, কোর্সটি মূলত তাদেরই জন্যই।

N

প্রোগামিং সম্পর্কে ধারণা।

N

সি প্রোগ্রামিং ও এর স্টাকচার।

N

“Hello World” ও বিভিন্ন শব্দ প্রিন্ট করা।

N

ডাটা টাইপ ও ভেরিয়েবল।

N

প্রোগ্রামিং এ যোগ, বিয়োগ, গুন, ভাগ।

N

প্রোগ্রামিং এ লজিক এর ব্যবহার

N

While, do while এবং for লুপ।

N

Array ও স্ট্রিং এর সাথে পরিচিতি।

N

ফাংশন কি ও কেন।

N

অ্যালগরিদম কি এবং কেন।

N

অনলাইন জাজের সাথে পরিচিতি।

i

কোর্সের মেয়াদ: ৮টি ক্লাস (১৬ ঘন্টা)

কোর্সটি চলবে – ৬, ৯, ১১, ১৩, ১৮, ২০, ২৩, ২৭ ডিসেম্বর ২০২৩, বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

কোর্স শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্স ফি

রেজিষ্ট্রেশন ফি: ৩০০০ টাকা

যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে

প্রথমে নিবন্ধের ফি হিসাবে ৩০০০/-( তিন হাজার টাকা) 01924016037 এই নম্বরে নিন্মোক্ত নিয়ম অনুসারে বিকাশ করতে হবে:
এটি একটি মার্চেন্ট বিকাশ একাউন্ট। এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি দিতে চাইলে এজেন্টকে এটি বলতে হবে। এজেন্ট ছাড়াও নিজেদের কোন বিকাশ নম্বর থেকে রেজিস্ট্রেশন ফি দিতে চাইলে Make Payment অপশনে গিয়ে রেজিস্ট্রেশন ফি পাঠানো যাবে। Reference হিসেবে C লিখতে হবে। টাকা পাঠানোর পর ফিরতি ম্যাসেজের ১০ ডিজিটের ট্রানজেকশন আইডিটি (TrxID) সংরক্ষণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় অবশ্যই ট্রানজেকশন আইডিটি ফর্মে বসাতে হবে।

রেজিস্ট্রেশন করুন

 

 

এইখানে ক্লিক করুন