খেলতে খেলতে বিজ্ঞান -১৪ তম পর্ব

কেমন হয়, যদি তুমি নিজে হাতে-কলমে বিজ্ঞানের কিছু মজার এক্সপেরিমেন্ট নিয়ে খেলার সুযোগ পাও? মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণির কোষ দেখার সুযোগ পাও! পৃথিবী কেনো ঘুরে তার রহস্য উন্মোচন এবং মান নির্ণয় করতে পারতে? ল্যাবরেটরিতে কিভাবে কাজ করে তার ধারণা পেতে? ডিএনএ-এর জগতে উঁকিঝুঁকি মারতে?
তোমাদেরকে এমন মজার কর্মকান্ডে অংশ নেয়ার সুযোগ দেয়ার জন্য শুরু হচ্ছে ৫ দিনের একটি বিশেষ কর্মশালা – “খেলতে খেলতে বিজ্ঞান”। এবার এই আয়োজনের ১৪ তম পর্ব অনুষ্ঠিত হতে চলছে।
যারা নিজেরা হাতেকলমে পরীক্ষা করে বিজ্ঞানকে বুঝতে চাও, আন্তর্জাতিক অলিম্পিয়াডের ব্যবহারিক অংশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে চাও, তাদের জন্যই এই কর্মশালা।
N

ল্যাবের যন্ত্রপাতি ও মাপজোখ নিয়ে ধারণা

N

 ডাটা প্লটিং এবং এনালাইসিস

N

পেন্ডুলাম এর সাহায্যে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়

N

DNA সংশ্লেষণ

N

অনুজীবজগতে উঁকিঝুকি 

N

মাইক্রোস্কোপে উদ্ভিদ কোষ ও মাইটোসিস পর্যবেক্ষণ

N

অম্ল-ক্ষার দ্রবণ তৈরি

N

ট্রাইট্রেশন 

খেলতে খেলতে বিজ্ঞান.png
i

কোর্সের মেয়াদ: ৫টি ক্লাস (১২:৩০ ঘন্টা)

ক্যাম্পের সময় –  ২২ ফেব্রুয়ারী – ২৭ ফেব্রুয়ারী ২০২৪, বিকাল ৩টা – ৫:৩০টা পর্যন্ত

কোর্স শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্স ফি

রেজিষ্ট্রেশন ফি: ৩০০০ টাকা

যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে

যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে:
১. কোর্সের সম্পূর্ণ ফি অগ্রিম বিকাশের মাধ্যমে প্রদান করতে হবে।
২. নিবন্ধন ফি প্রদান করার বিকাশ নম্বর: 01624959302
৩. এই বিকাশ নম্বরটি পারসোনাল নম্বর। তাই বিকাশের সেন্ড মানি অপশন ব্যবহার করে ২৫৫০ টাকা (বিকাশ ফি সহ) বিকাশ করতে হবে। নিবন্ধনের জন্য বিকাশের ফিরতি ম্যাসেজের ট্রাঞ্জেকশন আইডিটি (Trx ID: ******* ) সংরক্ষণ করতে বা লিখে রাখতে হবে।
৪. এরপর এই ফর্মটি (https://forms.gle/bRvmbjQuJjey9iVe7) পূরণ করতে হবে। ফর্মটি পূরণের সময় নিচে Trx ID:…… ঘরে ট্রাঞ্জেকশন আইডিটি লিখে ফর্ম সাবমিট করতে হবে হবে।
৫. ফর্ম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে নিবন্ধন কনফার্মেশন না পেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

রেজিস্ট্রেশন করুন

 

 

এইখানে ক্লিক করুন