পাইথনে প্রোগ্রামিং এর হাতেখড়ি

প্রোগ্রামিং এ হাতেখড়ি নিতে পাইথন প্রোগ্রামিং ভাষা একটি চমৎকার মাধ্যম। বর্তমানে মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা এনালাইসিস, ওয়েব স্ক্র্যাপিং সহ নানা কাজে পাইথনের ব্যবহার ক্রমশ জনপ্রিয় হচ্ছে। যারা প্রোগ্রামিং শুরু করতে চায়, তাদের পাইথনের জগত সম্পর্কে বেসিক ধারণা দিতে ও পাইথন প্রোগ্রামিং এর হাতেখড়ি দিতে মাকসুদুল আলম সায়েন্স ল্যাব (ম্যাসল্যাব) ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ডিসেম্বর মাসে ঢাকায় আয়োজন করছে একটি ৮ দিনব্যাপী পাইথন ফর বিগিনার্স ক্যাম্প!

N

পাইথন পরিচিতি

N

ভ্যারিয়েবল ও ডাটা টাইপ

N

পাইথনে এরিথমেটিক অপারেশন

N

কন্ডিশনাল স্টেটমেন্ট (ইফ-এলইফ-এলস)

N

পাইথনে লুপ (হোয়াইল ও ফর লুপ)

N

লিস্ট, লিস্ট নিয়ে বিভিন্ন অপারেশন, রেঞ্জ

N

ফাংশন পরিচিতি ও ফাংশন বানানো

N

ডিকশনারি

i

কোর্সের মেয়াদ: ৮টি ক্লাস (১৬ ঘন্টা)

ক্যাম্পের সময় – ৫,১০,১২,১৭,১৯,২৪ ও ২৬, ২৮ ডিসেম্বর ২০২৩, প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১২ টা ৩০ মিনিট পর্যন্ত।

কোর্স শেষে অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্স ফি

রেজিষ্ট্রেশন ফি: ৩০০০ টাকা

যেভাবে রেজিস্ট্রেশন করা যাবে

প্রথমে নিবন্ধের ফি হিসাবে ৩০০০/-(তিন হাজার টাকা) 01924016037 এই নম্বরে নিন্মোক্ত নিয়ম অনুসারে বিকাশ করতে হবে:
এটি একটি মার্চেন্ট বিকাশ একাউন্ট। এজেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি দিতে চাইলে এজেন্টকে এটি বলতে হবে। এজেন্ট ছাড়াও নিজেদের কোন বিকাশ নম্বর থেকে রেজিস্ট্রেশন ফি দিতে চাইলে Make Payment অপশনে গিয়ে রেজিস্ট্রেশন ফি পাঠানো যাবে। Reference হিসেবে Python লিখতে হবে। টাকা পাঠানোর পর ফিরতি ম্যাসেজের ১০ ডিজিটের ট্রানজেকশন আইডিটি (TrxID) সংরক্ষণ করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় অবশ্যই ট্রানজেকশন আইডিটি ফর্মে বসাতে হবে।

রেজিস্ট্রেশন করুন

 

 

এইখানে ক্লিক করুন