ঝলমলে দিন থেকে অন্ধকার রাত, আমাদের এই জগতকে চেনার মূল উপকরণ হলো আলো। সূর্য থেকে আসা আলো একদিকে যেমন আমাদের এই ছোট্ট গ্রহকে আলোকিত করে, তেমনি সরবরাহ করে আমাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি ও তাপ। আলোর রয়েছে অপবর্তন, সমাবর্তন, ব্যাতিচার, প্রতিফলন, প্রতিসরণ সহ মজার মজার বৈশিষ্ট্য। আলোর এই বৈশিষ্ট্যগুলো চেনার জন্যই আন্তর্জাতিক আলোক দিবস উপলক্ষ্যে আমাদের আয়োজন, “দেখা আলোর না দেখা রুপ”। এ বছরের আলোক দিবসের মূলবাক্য “Light in our lives”। এই কর্মশালায় তোমরা আলোর বৈশিষ্ট্যসমূহ জানার পাশাপাশি তোমাদের ঘরে থাকা সরঞ্জাম দিয়ে এগুলোকে পরীক্ষা করতে পারবে এবং মজার ছলে আলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে।

এটি একটি অনলাইন কর্মশালা। তাই আর দেরি কেনো, এক্ষুনি রেজিস্ট্রেশন করে নাও নিচে দেওয়া লিংক থেকে।

আয়োজনটি কাদের জন্য:
(৬-১০) বছর বয়সী সকল শিশুদের জন্য

কর্মশালার তারিখ:
১৭ই মে, ২০২৪

আসন সংখ্যা সীমিত। আসন পূর্ণ হয়ে গেলে রেজিস্ট্রেশন বন্ধ করে দেয়া হবে।
কর্মশালার সময়:
সন্ধ্যা (০৭:০০-০৮:৩০)

যেভাবে রেজিস্ট্রেশন করবে:

রেজিস্ট্রেশন ফর্মের লিংকে গিয়ে সকল তথ্য পূরণ করে সাবমিট করতে হবে। কর্মশালায় অংশগ্রহণ সম্পর্কিত বিস্তারিত তথ্য কর্মশালার আগের দিন ইমেইলের মাধ্যমে জানানো হবে। প্রদত্ত কর্মশালার জন্য কোন প্রকার রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে না।

রেজিস্ট্রেশন লিংক:https://forms.gle/mkfvbbkfML9LkZ5s8

►যোগাযোগ:
+8801730716522 (ম্যাসল্যাব)
ঠিকানা- ১২ তালা, গ্রীন সিটি সেন্টার(আবাহনী মাঠের বিপরীত পাশে)
৭৫৮ সাত মসজিদ রোড,ধানমন্ডি, ঢাকা-১২০৫

 

 

 

 

 

আলোক দিবসে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা

আন্তর্জাতিক আলো দিবস উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যায় প্রায় দীর্ঘ তিন ঘন্টাব্যাপী আয়োজিত হয়েছিলো দেখা আলোর না দেখা রূপ।
অনলাইন এই কর্মশালায় সারা দেশ থেকে নির্বাচিত ৬-১০ বছর বয়সী প্রায় ২০ জন শিশু অংশগ্রহণ করেছিলো। প্রাত্যহিক জীবনে ব্যবহৃত বাসার জিনিপত্র ব্যবহার করেই হাতে-কলমে শেখানো হয়েছে মজার মজার আলোর পরীক্ষণ।
প্রদত্ত পরীক্ষণগুলোর মাধ্যমে অংশগ্রহণকারীরা আলোর বৈশিষ্ট্যেসমূহের পেছনের কারণ জানতে পেরেছে। এর পাশাপাশি আমাদের জীবনে আলোর কার্যকারিতা ও বাস্তবিক প্রয়োগসমূহ সম্পর্কেও আলোচনা করা হয়। এছাড়াও, কৌতুহলী শিক্ষার্থীদের আলো নিয়ে বিভিন্ন প্রশ্ন সম্পর্কিত ব্যাখ্যা প্রদান করা হয়। শিক্ষার্থীদের তীব্র আগ্রহ ও উত্তেজনা ছিল প্রশংসনীয়। কর্মশালাটি পরিচালনা করেন ম্যাসল্যাবের ভলান্টিয়াররা।
#science #scienceexperiment #experiment #MasLab #SPSB #lightday2024 #handsonlearning #lightinourlives