MASLab

কল্পনা জ্ঞানের চেয়ে আরো গুরুত্বপূর্ণ

মাকসুদুল আলম সায়েন্স ল্যাব ঘুরে গেলেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক দম্পত্তি। এ সময় তারা ল্যাবের সুযোগ সুবিধা, ল্যাব প্রাকটিসের ধরণ সম্পর্কেও কথা বলেন। এই শিক্ষক পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (এসপিএসবি) ল্যাবরেটরি মাকসুদুল আলম বিজ্ঞানাগারে এসেছিলেন এসপিএসবির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল। আরো ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও এসপিএসবির সহসভাপতি মুনির হাসান। এসপিএসবির মাকসুদুল আলম বিজ্ঞানাগার (ম্যাসল্যাব) থেকে আয়োজিত ৬টি কোর্সের অংশগ্রহণকারীদের হাতে তাঁরা কোর্সগুলো সম্পন্ন করার সনদ তুলে দেন।

আরডুইনো হাইব্রিড কোর্স, আরডুইনোর জগতে অভিযান, খেলতে খেলতে বিজ্ঞান, আমার বিজ্ঞান পাঠ, ইন্ট্রোডাকশন টু পাইথন ও বিডিজেএসও এইচপি ক্যাম্পের অংশগ্রহণকারীদের জন্যে আয়োজিত ব্যবহারিক বিজ্ঞানের হাতেখড়ি—এই কোর্সগুলোতে যারা অংশ নিয়েছিল, তারা অতিথিদের কাছ থেকে সনদ গ্রহণ করে।

ষষ্ঠ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ১৯ এর বিজয়ীদের নিয়ে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ক্যাম্পের মাপযোখের ক্লাস নিচ্ছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক টিমের ইব্রাহীম মোদাসসির।

ম্যাসল্যাব আয়োজিত “খেলতে খেলতে বিজ্ঞান’ শিক্ষার্থীদের হাতে কলমে বিজ্ঞান সেখান হচ্ছে।

মাকসুদুল আলম সায়েন্স ল্যাব

 

মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (MasLab) প্রয়াত বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম এর নামকরণে করা হয়েছে। এই ল্যাব প্রতিষ্ঠার মুল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের পাঠ্যসূচীর পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিখার সুযোগ করে দেয়া। বিজ্ঞান ভিত্তিক এসব বিষয়ে আগ্রহ বাড়াতে বা সঠিক ভাবে বুঝতে হলে প্রয়োজন তাত্ত্বিক বিষয়ের পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিশ্লেষণ। স্কুলের শিক্ষার্থীরা সাধারণত নবম শ্রেণিতে ওঠার পরই বিজ্ঞানাগারে যাওয়ার সুযোগ পায়। কিন্তু এখানে শিক্ষার্থীরা তার আগেই বিজ্ঞানাগারের অভিজ্ঞতা অর্জন করবে। বিজ্ঞানে  আগ্রহী সকলেই ম্যাসল্যাবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহন করতে পারে।

প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য এই বিজ্ঞানাগার ব্যবহার করে আসছে। আন্তর্জাতিক গনিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক জুনিওর সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এর অংশগ্রহণকারী বাংলাদেশ দলের প্রস্তুতিতে সহায়তা করে আসছে এবং। এইসকল প্রতিযোগিতায় স্বর্ণ ও রৌপ্য সহ বিভিন্ন পদক জয়ে অবদান রেখেছে।

দেশের বিভিন্ন স্কুল ও কলেজে গনিত, প্রোগ্রামিং, রোবটিক্স ও বিজ্ঞান নিয়ে অ্যাক্টিভেশন ক্যাম্প এর আয়োজন করে আসছে ম্যাসল্যাব। এছাড়া প্রাইমারি থেকে কলেজ লেভেলের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে যেখানে তারা বিজ্ঞান, গনিত, তথ্য প্রযুক্তি, রোবটিক্স ইত্যাদি বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক জ্ঞান সহ ব্যাবহারিক পরীক্ষা নিরীক্ষারও সুযোগ পেয়ে থাকে। আমাদের কিছু আয়োজনগুলো হল: খেলতে খেলতে বিজ্ঞান, স্কুল অফ লাইফ, আমার বিজ্ঞান পাঠ, এসো ঘুরে গণিত  পুরে, স্ক্রাচ এর মাধ্যমে কোডিং, সামার ম্যাথ মানিয়া, সি এর সাথে প্রোগ্রামিং শেখা, বিগিনারদের জন্য পাইথন, প্রোগ্রামিং উইথ আরডুইনো, নিজস্ব ওয়েব সাইট তৈরি, আরডুইনো এবং রাস্পবেরি পাই এর সাথে আইওটির দুনিয়াতে ভ্রমণ, স্টিলিং ফায়ার সহ আরও অনেক কিছু।

মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (MasLab)

Level 12, Green City Center, 758 Satmasjid Road, Dhaka, Bangladesh

01721-197676

Copyright © 2025MasLab