মানুষের কল্যাণে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির অবদান উদযাপনের জন্য জাতিসংঘ ১৯৯৯ সালে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ’ ঘোষণা করে। প্রতি বছর ০৪ থেকে ১০ অক্টোবর বিশ্ব মহাকাশ সপ্তাহ পালিত হয়। সারা বিশ্বে সবাইকে অনুপ্রাণিত করতে এই সপ্তাহ জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। মহাকাশ সপ্তাহ উপলক্ষে মহাকাশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে আগ্রহ এবং সচেতনতা তৈরি করতে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং ম্যাসল্যাবের যৌথ আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে ‘বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৪’সেই ধারাবাহিকতায় এবার মহাকাশ এবং জলবায়ু পরিবর্তন থিমে “বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৪” উদযাপন করা হবে।
থিম/বিষয়: মহাকাশ এবং জলবায়ু পরিবর্তন
ক্যাটাগরি:
– ক্যামেরা ফটোগ্রাফি
– মোবাইল ফটোগ্রাফি
– টেলিস্কোপ/বাইনোকুলার ফটোগ্রাফি (সকলের জন্য উন্মুক্ত)
ছবি জমা দেওয়ার পদ্ধতি: গুগল ফর্মের মাধ্যমে
অংশগ্রহণকারী: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী
ছবি জমা দেয়ার শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৪
Inktober হলো বিশ্বব্যাপী আর্ট চ্যালেঞ্জের একটি আয়োজন যেখানে শিল্পীরা প্রতিদিন একেকটি থিম তাদের আঁকি-বুঁকির মাধ্যমে ফুটিয়ে তোলে। আর, স্পেস উইক হলো বিশ্বব্যাপী মহাকাশ বিজ্ঞান বিষয়ে আয়োজিত একটি অনুষ্ঠান যা অক্টোবরের ০৪ থেকে ১০ তারিখ পর্যন্ত উদযাপিত হয়। এ সপ্তাহে বিশ্বব্যাপি মহাকাশ অনুসন্ধান, বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ সাফল্য, মহাকাশের নানান রোমাঞ্চকর বিষয়, মহাকাশ নিয়ে আমাদের চিন্তাগুলোকে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। এভাবে মহাকাশের ইতিহাসে বড় বড় মাইলফলকগুলো (স্পুটনিক 1 এর উৎক্ষেপণ) উদযাপিত হচ্ছে।
এই বছর আমরা মহাকাশ সপ্তাহের থিম ব্যবহার করে Inktober উদযাপন করতে যাচ্ছি। যেখানে আপনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কল্পনার দৃশ্যপটে তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলুন মহাজাগতিক চিন্তার অপার সম্ভাবনার দুয়ার!
Inktober এর থিমগুলো নিচে দেওয়া হলো-
- ৪/১০/২৪ – বহিরাগত/Exotic: আপনি নিজের কল্পনায় ভেবে নিতে পারেন পৃথিবীর বাহিরের যেকোনো মহাজাগতিক দৃশ্যপট।
- ৫/১০/২৪ – দূরবীণ/Binoculars: যদি শক্তিশালী দূরবীণের সাহায্যে অবলোকন করা হয় পৃথিবীর বাইরের সব রোমাঞ্চকর সৃষ্টিকে। আপনার চোখে কেমন সে দৃশ্য?
- ৬/১০/২৪ – ভ্রমণ/Trek: কল্পনা করুন তো চাঁদ, মঙ্গল বা একটি রহস্যময় গ্রহে আপনি পৌঁছে গেলেন। কেমন হবে সেই ভ্রমণ?
- ৭/১০/২৪ – পাসপোর্ট/Passport: যদি দূরবর্তী ছায়াপথে, এলিয়েন সভ্যতার দেশে যেতে লাগতো স্ট্যাম্পসহ একটি আন্তঃগ্রহীয় পাসপোর্ট । তবে কেমন হতো সে পাসপোর্ট?
- ৮/১০/২৪ – হাইক/Hike: এলিয়েনদের কথা তো কেবল শুনেছি। কেমন হতো কোনো এক অজানা ভূখণ্ড জুড়ে এলিয়েনদের পদচারণা?
- ৯/১০/২৪ – সূর্য/Sun: ৮ মিনিট ২০ সেকেন্ডে যার আলো অতিক্রম করে ১৫০.১৪ মিলিয়ন কিলোমিটার সেই মহাশক্তিশালী সূর্য নক্ষত্র এর চারপাশ ই বা কেমন দেখতে?
- ১০/১০/২৪ – যাযাবর/Nomadics: পৃথিবীর যাযাবরদের কথা তো আমরা সবাই শুনেছি। যদি এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণকারী মহাকাশচারীরা যাযাবর এর মত জীবন যাপন করতো? কেমন হতো সে জীবন?
(বি.দ্র: প্রতিটি থিমের সাথে শুধুমাত্র বুঝার সুবিধার জন্য কিছুটা ধারণা প্রদান করা হয়েছে। নিজের সৃজনশীলতা ব্যবহার করে স্পেসের সাথে উপরে উল্লিখিত থিমের সম্পর্কযুক্ত যেকোনো চিত্র অংকন করা যাবে।)
চিত্র জমা দেওয়ার পদ্ধতি: গুগল ফর্মের মাধ্যমে
অংশগ্রহণকারী: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে কোন শিক্ষার্থী
জমা দেয়ার শেষ তারিখ: ০৮ অক্টোবর ২০২৪