“শব্দ হোক খেলনা, শেখা হোক খেলা” এই ভাবনাকে সামনে রেখে ২০ জুন ২০২৫ তারিখে ম্যাসল্যাব ও শব্দজব্দের আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘খেলায় মজায় শব্দভ্রমণ’ প্রতিযোগিতা।
এই ব্যতিক্রমী আয়োজনে ১৪ জন শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র দুই বিভাগে ভাগ হয়ে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার প্রথম অংশ ছিল ‘শব্দজব্দ চ্যালেঞ্জ’, যেখানে শিক্ষার্থীরা সীমিত সময়ে বিভিন্ন বর্ণ নিয়ে গড়ে তোলে শব্দ। শব্দজব্দ বোর্ড গেমের মাধ্যমে এই অংশটি হয়ে ওঠে শিশু-কিশোরদের ভাষাজ্ঞান ও শব্দভাণ্ডার যাচাইয়ের এক রোমাঞ্চকর প্ল্যাটফর্ম ।
পরবর্তী ধাপে ছিল ‘শব্দ থেকে গল্প’ চ্যালেঞ্জ। এখানে শিশু-কিশোররা নিজেদের কল্পনা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তৈরি করে গল্প।
এই পর্যায়ে অংশগ্রহণকারীদের ভাষাগত দক্ষতা উপস্থাপন কৌশল ও সৃজনশীলতা যাচাই করা হয়।
প্রতিটি বিভাগ থেকে একজন করে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শব্দজব্দের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।
আমরা বিশ্বাস করি, এ ধরণের উদ্যোগ বাংলা ভাষায় শিশু-কিশোরদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।