Loading Events

« All Events

  • This event has passed.

এ এস আই স্কুল অব লাইফ ২০২৫

July 24 @ 9:00 am - August 2 @ 8:00 pm

স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে জীববিজ্ঞান ও গবেষণার প্রতি গভীর আগ্রহ জাগিয়ে তুলতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ASI School of Life 2025’।

গত ২৫-২৭ জুলাই সারা দেশ থেকে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনের মাধ্যমে অনলাইন ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত সেরা ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে গত ৩০জুলাই-২আগস্ট অফলাইন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার, নীলফামারী, বগুড়া, রাজশাহী, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা থেকে তারা ঢাকায় অনুষ্ঠিত অফলাইন ক্যাম্পে যুক্ত হয়।

অফলাইন ক্যাম্পে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দিদবিজ্ঞান, অণুজীববিজ্ঞান, জিন প্রকৌশন ও বায়োটেকনোলজি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের ল্যাব পরিদর্শন করে।

পাশাপাশি, ম্যাসল্যাবে তারা বিভিন্ন সৃজনশীল কার্যক্রম যেমন টেরারিয়াম তৈরী, ফ্র‍্যাক্টাল প্যাটার্ন পর্যবেক্ষণ, বীজ অঙ্কুরদগোম পরীক্ষণ করে দেখে।

ক্যাম্পটির শেষদিনে রমনা পার্ক পরিদর্শনের মাধ্যমে তারা প্রকৃতি পর্যবেক্ষণ করে।

ক্যাম্প শেষে নির্বাচিত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত গবেষণাগারে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে।

এই আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে: বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), Global Network of Bangladeshi Biotechnologists (GNOBB) এবং
Maqsudul Alam Science Lab (MASLab)।

অফলাইন ক্যাম্পের বিভিন্ন সেশন পরিচালনা ও সার্বিক সহায়তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই মুনির হাসান (সভাপতি, SPSB), ড. জেবা ইসলাম সিরাজ (সভাপতি, GNOBB), ড. মিহির লাল সাহা (চেয়ারম্যান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রফেসর ড. অপর্ণা ইসলাম (ব্র‍্যাক ইউনিভার্সিটি), ড. হাসীব মুহাম্মদ ইরফানুল্লাহ্ (কনসালটেন্ট, পরিবেশ জলবায়ু পরিবর্তন ও গবেষণা ব্যাবস্থা), আরিফুজ্জামান আরিফ (অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি) ও সূদুর স্পেন থেকে আগত জুলিয়া ফুয়েন্তেসকে। এছাড়াও অনলাইন ও অফলাইন ক্যাম্প পরিচালনায় সহায়তার জন্য ম্যাসল্যাবের অভিজ্ঞ মেন্টর ও ভলান্টিয়ারদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা।

 

 

Details

Start:
July 24 @ 9:00 am
End:
August 2 @ 8:00 pm

Venue

MASLab
Level 12, 758 Satmasjid Road, Dhaka 1209
Dhaka, Dhaka 1209 Bangladesh
View Venue Website

Organizers

MASLab
SPSB
GNOBB