About

মাকসুদুল আলম সায়েন্স ল্যাব

 

মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরি (MasLab) প্রয়াত বিজ্ঞানী মাকসুদুল আলমের স্মরণে প্রতিষ্ঠিত একটি বিজ্ঞানাগার, যার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ দেওয়া। এখানে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ তৈরি করতে পারে। আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের দলগুলো প্রস্তুতির জন্য এই ল্যাব ব্যবহার করে আসছে এবং পদক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। MasLab দেশব্যাপী স্কুল-কলেজে গণিত, প্রোগ্রামিং, রোবটিক্স ও বিজ্ঞান নিয়ে অ্যাক্টিভেশন ক্যাম্প আয়োজন করে থাকে। প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা এখানে “খেলতে খেলতে বিজ্ঞান”, “আমার বিজ্ঞান পাঠ”, “স্ক্র্যাচ এর মাধ্যমে কোডিং”, “সি ও পাইথন প্রোগ্রামিং”, “প্রোগ্রামিং উইথ আরডুইনো” এবং “আইওটি ভ্রমণ”সহ নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়। ফলে তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আমরা যা করি

হাতে কলমে শিক্ষা

i

মুক্ত চিন্তার প্রসার

v

নতুন ভাবে বিজ্ঞানকে জানা

পোর্টেবল ল্যাব

আন্তর্জাতিক মানের শিক্ষা

দক্ষ মেটর

A S Islam School of Life

মানুষের মতোই জীবজগতও কি কথা বলে? ব্যাকটেরিয়া কীভাবে যোগাযোগ করে? গাছের পাতা আমরা কেন খাই না? ডেঙ্গুর ভ্যাকসিন এতদিনেও এল না কেন? এমন হাজারো প্রশ্ন থেকেই শুরু হয় বিজ্ঞানচর্চা। বাংলাদেশের আধুনিক জীববিজ্ঞান গবেষণার পথিকৃৎ অধ্যাপক আহমদ শামসুল ইসলামের স্মরণে আয়োজিত A.S. Islam School of Life একটি বিশেষ বিজ্ঞান অভিযাত্রা, যেখানে জীবনের বিজ্ঞান শেখা হবে দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয় থেকেই। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির কৌতূহলী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই ক্যাম্পে দেশের শীর্ষ গবেষকদের সঙ্গে প্রশ্ন করবো, শিখবো, আর হাতে-কলমে জানবো আমাদের শরীর, জীবজগৎ 3 পরিবেশকে। অনলাইন সেশন শেষে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে গবেষণাগার পরিদর্শন, ফেলোশিপ 3 ইন্টার্নশিপে। আয়োজনে: MASLab, GNOBB 3 SPSB

বিশ্ব মহাকাশ সপ্তাহ

মানুষের মতোই জীবজগতও কি কথা বলে? ব্যাকটেরিয়া কীভাবে যোগাযোগ করে? গাছের পাতা আমরা কেন খাই না? ডেঙ্গুর ভ্যাকসিন এতদিনেও এল না কেন? এমন হাজারো প্রশ্ন থেকেই শুরু হয় বিজ্ঞানচর্চা। বাংলাদেশের আধুনিক জীববিজ্ঞান গবেষণার পথিকৃৎ অধ্যাপক আহমদ শামসুল ইসলামের স্মরণে আয়োজিত A.S. Islam School of Life একটি বিশেষ বিজ্ঞান অভিযাত্রা, যেখানে জীবনের বিজ্ঞান শেখা হবে দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রত ভাবে জড়িয়ে থাকা বিভিন্ন বিষয় থেকেই। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির কৌতূহলী শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই ক্যাম্পে দেশের শীর্ষ গবেষকদের সঙ্গে প্রশ্ন করবো, শিখবো, আর হাতে-কলমে জানবো আমাদের শরীর, জীবজগৎ 3 পরিবেশকে। অনলাইন সেশন শেষে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে গবেষণাগার পরিদর্শন, ফেলোশিপ 3 ইন্টার্নশিপে। আয়োজনে: MASLab, GNOBB 3 SPSB

School of Bioinformatics

তুমি দেখতে তোমার মা-বাবার মতো কেন? তোমার ডিএনএ কীভাবে সেই বৈশিষ্ট্য ঠিক করে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই শুরু হয় বায়োইনফরমেটিক্সের অভিযান-একটি জায়গা যেখানে জীববিজ্ঞান আর কম্পিউটার বিজ্ঞান মিলে উদঘাটন করে জীবনের রহস্য। জীবনের এই অদ্ভুত লাইব্রেরি, জিন, সিকোয়েন্স, আর অ্যালগরিদমের গল্প নিয়েই MASLab আয়োজন করছে School of Bioinformatics-ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির কৌতূহলী শিক্ষার্থীদের জন্য এক বিশেষ ক্যাম্প। এখানে শেখা যাবে ডিএনএ কীভাবে পড়ে, কীভাবে বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করে, আর কীভাবে তুমিও একদিন হয়ে উঠতে পারো বায়োইনফরমেটিক্সের গোয়েন্দা। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে ৭ দিনের গভীর শিক্ষণ, গবেষণাভিত্তিক প্রজেক্ট তৈরি এবং সেরা গবেষকদের সাথে সরাসরি কাজ করার সুযোগ।

চিলড্রেন রিসার্চ ফান্ড

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞান গবেষণায় আগ্রহী করে তুলতে ২০২৪ থেকে আয়োজিত হয়ে আসছে চিল্ডেন রিসার্চ ফান্ড প্রোগ্রাম। এপ্রিল ২০২৫ থেকে এর ২য় কোহোর্ট চলমান রয়েছে। এর মাধ্যমে ৬ষ্ঠ-১২শ শ্রেণীর শিক্ষার্থীরা তাদের নিজস্ব গবেষণা প্রকল্পগুলোতে প্রয়োজনীয় সুপারভিশন, ল্যাব সাপোর্ট পেয়ে থাকে। ফান্ড প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকল্প এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও ভাতা পেয়ে থাকে।

রুবিকস কিউবের জগতে

চিন্তার দক্ষতা উন্নয়ন করতে সহায়ক মজার এই পাজলটি মিলানোর বিভিন্ন অ্যালগোরিদম ও কৌশল শিখানোর উদ্দেশ্যে পরিচালিত হয় রুবিকস কিউবের জগতে। ১ম থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের মূলত ৩০৩ কিউব শিখানো হয়ে থাকে। এছাড়াও 2×2 কিউব, 4×4 কিউব, 5×5 কিউব, মিরর কিউব, পিরামিনিক্স, কিউব, অ্যাক্সিস কিউব, সিলিন্ডারিক কিউব, টুইস্ট কিউব, মাস্টারমোরফিক্স প্রভৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

করে দেখ

REDUCE, REUSE, RECYCLE এই মন্ত্রকে শিশুদের মনে জাগিয়ে তুলতে কাগজ ও ঘরের ফেলনা জিনিস দিয়ে সহজেই যে পুনঃব্যাবহারযোগ্য জিনিস তৈরী সম্ভব করে দেখানো হয় এই কর্মশালায়। ১ম থেকে ৩য় শ্রেণীর জন্য আয়োজিত এই কর্মশালায় শিশুরা নিজেদের কল্পনা ও সৃজনশীলতা চর্চার সুযোগ পায়। গোপালচন্দ্র ভট্টাচার্য যিনি নিজে হাতে-কলমে বিভিন্ন পরীক্ষা করায় জোর দিতেন, তার বই “করে দেখ” থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগটি নেওয়া হয়েছে

আমার বিজ্ঞান পাঠ

শিশুদের কৌতূহোলী মনের প্রশ্নগুলির উত্তর খুজতে ম্যাসল্যাবের আয়োজন- “আমার বিজ্ঞান পাঠ”। ৬-১২ বছর বয়সী শিশুরা পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের সব রহস্য মজার ছলে আবিষ্কার করে, অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে নিজ হাতে করে দেখে বিভিন্ন রাসায়নিক পরীক্ষা, ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরী করে বৈজ্ঞানিক যন্ত্র, বুঝতে শিখে যেকোনো কাজের পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক কারণ ও তার ব্যাখ্যা। মূলত অল্প বয়সেই শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চেতনাকে জাগিয়ে তুলতে, বিজ্ঞানকে সহজ ও আনন্দদায়ক করে তোলার লক্ষ্যে তিনদিনের এই কর্মশালার আয়োজন করা হয়।

খেলতে খেলতে বিজ্ঞান

বইয়ের গণ্ডি পেরিয়ে বিজ্ঞানকে ছুঁয়ে দেখার, প্রশ্ন করার ও আনন্দের সঙ্গে শেখার এক অনন্য আয়োজন খেলতে খেলতে বিজ্ঞান। ৫ দিনের এই কর্মশালায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা মাইক্রোস্কোপে কোষ দেখা থেকে বৈদ্যুতিক পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় থেকে টাইট্রেশন করা শেখে হাতে-কলমে।

আগডুম বাগডুম

ম্যাসল্যাবের স্টেম কার্যক্রমের অংশ আগডুম বাগডুম- যেখানে ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের বিজ্ঞানের মজার ও নানামুখী উপকরণের সঙ্গে পরিচিত করে তোলা হয়। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে শিশুরা অংশ নেয় ট্যানগ্রাম, সুডোকু, রুবিকস কিউব, অরিগামী, শব্দজটসহ নানা রকম সৃজনশীল ও চিন্তাশক্তি বাড়ানোর খেলাধুলায়। এই কার্যক্রমগুলো শুধু বিনোদনই নয়, বরং তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে।

আলো যেথা নাচে

প্রতি বছর ১৬ মে আন্তর্জাতিক আলো দিবস উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন স্কুলে আয়োজন করা হয় এই বিশেষ কর্মশালা, যেখানে শিশুরা শিখে আলো কীভাবে প্রতিফলিত হয়, আয়নার প্রতিফলনের মাধ্যমে কীভাবে চমৎকার প্যাটার্ন তৈরি করা যায়। তারা নিজের হাতেই তৈরি করে রঙিন ও আকর্ষণীয় ক্যালেইডোস্কোপ, যা তাদের কল্পনা আর সৃজনশীলতাকে ছুঁয়ে যায়।

ইলেকট্রনিকস এ হাতেখড়ি

শিশুদের ছোট থেকেই ইলেকট্রনিকস, রোবোটিকস বা আইওটি সম্পর্কে জানার সুযোগ দিতেই ম্যাসল্যাবের এক ক্ষুদ্র প্রয়াস “ইলেকট্রনিকস এ হাতেখড়ি”। ব্যাটারি কীভাবে ভোল্টেজ সরবরাহ করে, বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ কীভাবে প্রবাহিত হয়, কীভাবে নিরাপদভাবে বিদ্যুৎ নিয়ে কাজ করা যায় কিংবা ড্রোন কীভাবে পরিচালিত হয় এমন সব বিষয় নিয়ে সাজানো এই কর্মশালা। ম্যাসল্যাব বিশ্বাস করে, আজকের ইলেকট্রনিকস নিয়ে উৎসাহীই শিশুদের হাত ধরেই আগামীতে দেশে যুগান্তকারী পরিবর্তন আসবে।