Loading Events

« All Events

  • This event has passed.

ইলেকট্রনিকস এ হাতেখড়ি

July 4 @ 4:00 pm - July 5 @ 6:30 pm

কর্মশালা
“কৌতূহল থেকে বিস্ময়, বিস্ময় থেকে আত্মবিশ্বাস”- গত ৪-৫ জুলাই ২০২৫ ম্যাসল্যাবে অনুষ্ঠিত হয়ে গেলো “ইলেক্ট্রনিকস এ হাতেখড়ি”। সাধারণত বাংলাদেশের পাঠ্যসূচিতে ইলেকট্রনিকস এর বিষয়ে ধারণা মাধ্যমিক শ্রেণীতে দেওয়া হয়ে থাকে। কিন্তু আমাদের লক্ষ্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিশুরা ছোটবেলা থেকেই ইলেকট্রনিকস, রোবোটিকস বা আইওটি সম্পর্কে ধারণা পাক, ভাবতে শিখুক। তাই ম্যাসল্যাবের এবারের আয়োজনটি ছিলো ৮-১৬ বছর বয়সীদের জন্য, যারা ইলেকট্রনিকস এর ব্যাপারে কৌতূহলী কিন্তু পূর্বে এই বিষয়ে জানার কিংবা কাজ করার সুযোগ পায়নি।
দুইদিনের কর্মশালার প্রথম দিনে শিক্ষার্থীরা বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টস ও সার্কিট চিনেছে, জেনেছে কীভাবে রেজিস্টরের কালার কোড ও ওহম সূত্র দিয়ে সার্কিট ডিজাইন করা হয়। তারা শিখেছে ডিজিটাল মাল্টিমিটার ব্যাবহার ও কন্টিনিউটি টেস্ট।
আয়োজনের দ্বিতীয় দিনে ছিলো সেন্সর ও ড্রোন প্রজেক্ট। তারা I2C LCD ডিসপ্লেতে ডেটা প্রদর্শন করেছে, DHT11 দিয়ে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ করেছে। দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ মিনি ড্রোন পরিচালনার সময় তারা হয়েছে বিস্মিত।
আমাদের বিশ্বাস এই সামান্য কিছু বিষয়ে হাতেখড়ি আগামী দিনের জন্য আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের প্রস্তুত করবে। আত্মবিশ্বাসের সঙ্গে তারা নিজেই তৈরী করবে চমৎকার ও কার্যকর প্রজেক্ট।

Details

Start:
July 4 @ 4:00 pm
End:
July 5 @ 6:30 pm

Organizer

MASLab
Email
info@maslab.org
View Organizer Website

Venue

MASLab
Level 12, 758 Satmasjid Road, Dhaka 1209
Dhaka, Dhaka 1209 Bangladesh
+ Google Map
View Venue Website