বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং ম্যাসল্যাবের যৌথ আয়োজন “বিশ্ব মহাকাশ সপ্তাহ ২০২৪ উদযাপন” এর অংশ হিসেবে অক্টোবরের ০৭-০৯ তারিখ আয়োজিত হতে যাচ্ছে অনলাইন সেশন সিরিজ “মহাকাশের গোলকধাঁধায়”

০৭ অক্টোবর ২০২৪

বিষয়: তারার গল্প

বক্তা: সোহানুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী, দুরবিন।

০৮ অক্টোবর ২০২৪

বিষয়: জ্যোতির্বিদ্যা এবং জলবায়ু অধ্যয়নের সম্পর্ক

বক্তা: সৈয়দা লাম্মিম আহাদ, ডব্লিউসিএ পোস্টডক্টরাল ফেলো, ওয়াটারলু বিশ্ববিদ্যালয়।

০৯ অক্টোবর ২০২৪

বিষয়: খাদ্য শৃঙ্খলে মহাকাশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব

বক্তা: সিফাত সরকার, প্রাক্তন স্বেচ্ছাসেবক, IAU NOC-BD

জুম প্লাটফর্মের মাধ্যমে নিবন্ধিত অংশগ্রহণকারীরা সরাসরি বক্তাদের প্রশ্ন করার সুযোগ পাবে। এছাড়াও ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হবে।

নিবন্ধন লিংক- https://forms.gle/hBRrCeGhLpXtG9Kz8