১। ২০২৪ সালে বাংলাদেশে অধ্যয়নরত ৬ষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান পর্যায়ের শিক্ষার্থীর জন্য এই ফান্ড প্রদান করা হবে।
২। তিনটি বিভাগে শিক্ষার্থীরা প্রস্তাব জমা দিতে পারবে।
ক. ৬ষ্ঠ – ৮ম
খ. ৯ম – ১০ম
গ. ১১শ – ১২শ
২। একক বা দুইজনের দল হিসেবে তোমার গবেষণা প্রস্তাবনা জমা দিতে পারবে।
৩। দলগতভাবে আবেদন করলে সকল সদস্যকে অবশ্যই নিজ নিজ বিভাগের হতে হবে।
৪। কনসেপ্ট পেপার অ্যাকসেপ্টেড হলে শুধুমাত্র একটি প্রস্তাবনা জমা দিতে পারবে।
গবেষণা প্রস্তাবনা:
গবেষণা প্রস্তাবে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করতে হবে:
- গবেষণার বিষয়
- গবেষণার উদ্দেশ্য
- গবেষণার পদ্ধতি
- গবেষণার সময়সীমা
- গবেষণার সম্ভাব্য ফলাফল
- বাজেট
মূল্যায়ন:
- আবেদনপত্রগুলি একটি বিশেষজ্ঞ কমিটি দ্বারা মূল্যায়ন করা হবে।
- ফান্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফান্ডের ব্যবহার:
- ফান্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, ওয়ার্কশপ ও ভাতা হিসেবে ফান্ড ব্যবহার করতে পারবে।
অন্যান্য শর্তাবলি:
- ফান্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই চিলড্রেন রিসার্চ ফান্ড টিমের নির্দেশনা অনুসরণ করতে হবে।
- ফান্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই গবেষণা প্রকল্পের ফলাফল চিলড্রেন রিসার্চ ফান্ড-এর সাথে শেয়ার করতে হবে।